AHSEC Class 11 Bengali (MIL) Question Paper 2022 [H.S 1st Year Bengali(MIL) Question Paper]

Get, Assam Board Class 11 Bengali papers from 2022 HS First Year Arts Stream PYQ's in PDF format

Looking for the AHSEC Class 11 Bengali question paper 2022 to boost your exam preparation? You're in the right place! The Treasure Notes offers a comprehensive collection of Assam Board Class 11 Bengali papers from 2022 in PDF format. Our collection features Assam Board Class 11 Bengali previous years’ paper 2022model papers, and sample papers to help you understand the exam pattern and focus on the most important topics. Whether you need the HS 1st Year Bengali Question Paper 2022 or the latest ASSEB (erstwhile AHSEC) blueprint 2025, we’ve got you covered. Prepare smart and study confidently with The Treasure Notes, your trusted learning partner!

AHSEC Class 11 বাংলা প্রশ্নপত্র – ডাউনলোড করুন ও স্মার্টলি প্রস্তুতি নিন। 2022 বাংলা প্রশ্নপত্রটি PDF ফরম্যাটে ডাউনলোড করুন, যেখানে পূর্ববর্তী বছরের এবং স্যাম্পল পেপার রয়েছে। পরীক্ষার সাফল্যের জন্য The Treasure Notes-এর উপর নির্ভর করুন!

AHSEC Class 11 Bengali (MIL) Question Paper 2022 [H.S 1st Year Bengali(MIL) Question Paper]

2022

BENGALI (Modern Indian Language)
Full Marks: 100
Pass Marks: 30
Time: 3 Hours

The figures in the margin indicate full marks for the questions.

ALLOTMENT OF MARKS (New Course)

  • Q. No. 1 carries 1 mark each → 1×12 = 12

  • Q. No. 2 carries 2 marks each → 2×4 = 8

  • Q. No. 3 carries 2 marks each → 2×5 = 10

  • Q. No. 4 carries 2 marks → 2

  • Q. No. 5 carries 4 marks each → 4×2 = 8

  • Q. No. 6 carries 4 marks each → 4×3 = 12

  • Q. No. 7 carries 11 marks → 11

  • Q. No. 8 carries 12 marks → 12

  • Q. No. 9 carries 12 marks → 12

  • Q. No. 10 carries 13 marks → 13

  • Total Marks = 100


GROUP-A (New Course)


1. নির্দেশানুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও (1×12 = 12)

(ক) “এক যে ছিল গাছ, সন্ধে হলেই দু'হাত তুলে জুড়তো (শূন্যস্থান পূর্ণ করো)।”
(খ) “চাঁদের পাহাড়” কার লেখা?
(গ) মহাপ্রভু চৈতন্যদেবের বাল্যনাম কী?
(ঘ) জয়কালী দেবীর সবচেয়ে যত্নের ধন কী ছিল?
(ঙ) ‘ইচ্ছাপূরণ’ গল্পটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
(চ) অর্থ লেখো: আদাব।
(ছ) গফুর মিঞার বাড়ি কোন্ গ্রামে?
(জ) অমরের অবিবাহিতা বোন কে?


2. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও (2×4 = 8)

(ক) জয়কালীর দুই ভাইপোর নাম লেখো।
(খ) শৈলর পিতা কী ধরনের মানুষ ছিলেন?
(গ) বাংলা শব্দভাণ্ডার প্রধানত ক’ভাগে বিভক্ত?
(ঘ) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সংকলনটি কোন্ সালে প্রথম প্রকাশিত হয়েছিল?
(ঙ) আইন, আক্কেল, আজান, উকিল শব্দগুলি কোন্ ভাষা থেকে বাংলায় এসেছে?
(চ) “পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল” — এখানে পিতা ও কন্যা বলতে কাদের বোঝানো হয়েছে?


3. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (2×5 = 10)

(ক) “শৈলর মাথায় যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল।” — এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো।
(খ) ‘অভিসার সংসদ’-এর পক্ষ থেকে কোন নাটক অভিনয়ের কথা হয়েছিল?
(গ) মহেশকে কে, কোন্ খোঁয়াড়ে প্রেরণ করেছিল?
(ঘ) ‘নাহি মাচ তেল লুণ’—‘লুণ’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো।
(ঙ) সুশীলচন্দ্রের কয়েকজন বন্ধুর নামোল্লেখ করো।


4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও (4×1 = 4)

(ক) টীকা লেখো: মহিষমর্দিনী অপেরা পার্টি।
(খ) “আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়।” বিবেকানন্দের অনুসরণে মন্তব্যটির গুরুত্ব আলোচনা করো।


5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (4×2 = 8)

(ক) নিমাইকে হরণ করার পর নবদ্বীপবাসীর মনের অবস্থার বর্ণনা দাও।
(খ) “তুমি বুঝছ না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না?” — এখানে বক্তা ও কাকা কে?


6. যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও (4×3 = 12)

(ক) ‘ইচ্ছাপূরণ’ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো।
(খ) ‘বৈষ্ণবী মায়া’ পদ্যে চৈতন্যদেবের অবতার রূপটি তুলে ধরা হয়েছে — ব্যাখ্যা করো।
(গ) “কিন্তু দাও এবার আমাকে কাহন-দুই খড়।” — কে, কার প্রতি এই উক্তি করেছে? অনুরোধটি ব্যাখ্যা করো।
(ঘ) “বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার।” — ব্যাখ্যা করো।


7. সপ্রসঙ্গ ব্যাখ্যা করো (11 Marks)

(ক) “হায় রে, ভুলিবি কত আশার কুহক ছলে?”


8. ক—অংশ ও খ—অংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও (12 Marks)

(ক)

(১) ভূপেনবাবুর ঘরটি গাবলু ও তার বন্ধুরা কোন্ কাজে ব্যবহার করতে চেয়েছিল?
অথবা
(২) কৃষ্ণদাস দাস ও বিশাখা দাসীর হাতে ভূপেনবাবুর হেনস্থার বিবরণ দাও।

(খ)

(১) “স্বর্ণকুমারী দেবীর ‘লজ্জাবতী’ একটি করুণ রসের গল্প।” — বিশ্লেষণ করো।
অথবা
(২) ‘মহেশ’ গল্প অবলম্বনে গফুরের চরিত্র বিশ্লেষণ করো।


9. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (12 Marks)

(ক) “একের পর এক সংলাপ সাজিয়ে কীভাবে একেকটি চরিত্রকে দৃশ্যমান করে তোলা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত ‘ভাড়াটে চাই’ নাটকটি।” — মন্তব্যটির সমর্থনে যুক্তি দাও।
(খ) ‘অনধিকার প্রবেশ’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।


10. নির্দেশানুযায়ী উত্তর দাও (13 Marks)

(ক) পদ পরিবর্তন করো (যে কোনো তিনটি) → ১×৩=৩
(খ) নিচের শব্দগুলি কোন্ শ্রেণির শব্দ লেখো (যে কোনো তিনটি) → ১×৩=৩
(গ) অশুদ্ধি সংশোধন করো (যে কোনো তিনটি) → ১×৩=৩
(ঘ) নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লেখো (যে কোনো পাঁচটি) → ১×৫=৫


-0000-

(Old Course)

ALLOTMENT OF MARKS

  • Q. No. 1 carries 1 mark each
    1 × 10 = 10

  • Q. No. 2 carries 2 marks each
    2 × 3 = 6

GROUP - B

  • Q. No. 3 carries 3 marks each
    3 × 2 = 6

  • Q. No. 4 carries 3 marks each
    3 × 2 = 6

  • Q. No. 5 carries 4 marks
    4 × 2 = 8

  • Q. No. 6 carries 11 marks
    = 11

  • Q. No. 7 carries 4 marks each
    4 × 2 = 8

  • Q. No. 8 carries 5 marks each
    5 × 2 = 10

  • Q. No. 9 carries 5 marks each
    5 × 2 = 10

  • Q. No. 10 carries 19 marks
    = 19

  • Q. No. 11 carries 5 marks each
    5 × 2 = 10

Total = 100 Marks


(Old Course)

১। নির্দেশানুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও:

(ক) ‘বাল্যলীলা'র লেখক কে?
(খ) জয়কালী চরিত্রটি কোন্ গল্পে রয়েছে?
(গ) স্যান্ডভাইপার কী?
(ঘ) ফিনল্যান্ড কোন্ মহাদেশের অন্তর্ভুক্ত?
(ঙ) দুর্যোগকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়ে থাকে?
(চ) ‘ইকোলজি' কী?
(ছ) ‘পামর' শব্দের অর্থ লেখো।
(জ) “আশার ছলনে ভুলি কি লভিনু হায়।” (শূন্যস্থান পূর্ণ করো)
(ঝ) ‘ক্যাপশন' বলতে কী বোঝো?
(ঞ) ‘টোল’ বলতে কী বোঝো?

1 × 10 = 10

২। সংক্ষেপে উত্তর দাও:

(ক) লেডি গজানন বোস কে?
(খ) গণপতি কাঞ্জিলাল কে?
(গ) “সেকালে দেবতা গোলোক তেয়াগি, মাটির ধরায় নরের গেহে, ' ‘গেহে' ও ‘তেয়াগি' শব্দের অর্থ লেখো।"

2 × 3 = 6

৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

(ক) ‘ডাচ ইন্ডিজ' বলতে কী বোঝো?
(খ) ‘কালাহারি' কী?
(গ) ‘এস্কিমো’ বলতে কী বোঝো?

3 × 2 = 6

৪। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

(ক) “এ-বয়সে কেউ মাথা নোয়াবার নয়”—এখানে কোন্ বয়সের কথা বলা হয়েছে? কেনই-বা ‘মাথা নোয়াবার নয়' বলা হল?
(খ) “দানব-সংহার মানবেরি কাজ”—পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
(গ) “থাকিহ তরুর ছায় মিনতি করিছে মায়’–পক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

3 × 2 = 6

৫। উত্তর দাও:

(ক) “জগতের সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক আমি।” এখানে কার কথা বলা হয়েছে? কীভাবে সে হীরকখনির মালিক হয়েছিল তা কাহিনি অবলম্বনে বিবৃত করো।

অথবা

(খ) “কিন্তু পিসিমা তাঁহার সেই সুখবাসনায় একদিনের জন্যও প্রশ্রয় দেন নাই।” পিসিমা কার সুখবাসনায় প্রশ্রয় দেননি? কীসের সুখবাসনা? কীভাবে পিসিমা সুখবাসনায় বাধা দিয়েছিলেন?

4 × 2 = 8

৬। ক—অংশ ও খ—অংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও:

(ক) (১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো।

(খ) (১) “বাল্যলীলা'র অনুসরণে যশোদার মাতৃহৃদয়ের একটি পরিচয় তুলে ধরো।
(২) “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”—কবির এই উক্তিটির ব্যাখ্যা করো।

= 11

৭। ক—অংশ ও খ—অংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও:

(ক) (১) কৃত্রিম বা আকস্মিক দুর্ঘটনাজনিত দুর্যোগ বলতে কী বোঝো? সেগুলি কত প্রকার?

অথবা

(২) সম্ভাব্য দুর্যোগের ব্যবস্থাপনা কীভাবে করা সম্ভব এবং কেন এই সজাগতা অবলম্বন করা প্রয়োজন?

(খ) (১) ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হবার পূর্বে কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? অন্তত তিনটি সাবধানতার কথা উল্লেখ করো।

অথবা

(২) IDNDR বলতে কী বোঝায়? এই পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো।

4 × 2 = 8

৮। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো:

(ক) “এই বিগ্রহটির নিকট তিনি একান্তরূপে জননী, পত্নী, দাসী—ইহার কাছে তিনি সতর্ক, সুকোমল, সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র।”

অথবা

(খ) “প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে সাধে,
কি ফল লভিলি?
জ্বলন্ত পাবকশিখা-লোভে তুই কাল-ফাঁদে
উড়িয়া পড়িলি?”

5 × 2 = 10

৯। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

(ক) “এবার আর রাজপুত্র নয়, এখন অক্ষম পিতার ভূমিকায় অভিনয় করতে যাবো।” কার উক্তি? বক্তার এ ধরনের উক্তির কারণ বুঝিয়ে লেখো।
(খ) “আমরা সবাই সাজঘরের সঙ্। কিন্তু তুই যে সেই সঙের দলে আসল সোনা।” উক্তিটি কার? ‘আসল সোনা' বলতে কাকে বোঝানো হয়েছে? তার চরিত্রটি আলোচনা করো।
(গ) ‘সাজঘর’ নাটকের দুই তরুণীর আচার-ব্যবহার, কথাবার্তার পরিচয় দাও।

5 × 2 = 10

১০। নির্দেশানুযায়ী উত্তর দাও:

(ক) উদাহরণসহ ণত্ব ও ষত্ববিধির দুটি করে বিধান লেখো।

(খ) যে কোনো পাঁচটির কারক-বিভক্তি নির্ণয় করো:

  1. রেখো মা দাসেরে মনে।

  2. কবিগুরু 'গীতাঞ্জলি' লিখেছেন।

  3. এ-কলমে ভাল লেখা হয়।

  4. জলে বাষ্প হয়।

  5. কত ধানে কত চাল সে আমি জানি।

= 19

১১। ভাবসম্প্রসারণ করো:

(ক) “বিত্ত হতে চিত্ত বড়ো।”

অথবা

(খ) “হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন্ জন? কাণ্ডারী! বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার!”

5 × 2 = 10

-0000-

Also Explore: AHSEC Class 11 All Subject PYQ's and Solved Papers


About the author

Team Treasure Notes
We're here to make learning easier for you! If you have any questions or need clarification, feel free to drop a comment we’d love to help!

Post a Comment