AHSEC Class 11 Advance Bengali Question Papers – Download & Prepare Smartly
Looking for the AHSEC Class 11 Advance Bengali question paper 2022 to boost your exam preparation? You're in the right place! The Treasure Notes offers a comprehensive collection of Assam Board Class 11 Advance Bengali papers from 2022 in PDF format. Our collection features Assam Board Class 11 Advance Bengali previous years’ paper 2022, model papers, and sample papers to help you understand the exam pattern and focus on the most important topics. Whether you need the HS 1st Year Advance Bengali Question Paper 2022 or the latest ASSEB (erstwhile AHSEC) blueprint 2025, we’ve got you covered. Prepare smart and study confidently with The Treasure Notes, your trusted learning partner!
AHSEC Class 11 Advance Bengali Question Paper 2022
Paper Code: 24E-ADBE
ADVANCE BENGALI
Full Marks: 100
Pass Marks: 30
Time: 3 hours
The figures in the margin indicate full marks for the questions.
১। নির্দেশানুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও:
১x১২=১২
(ক) ফেল্লা কার পুত্র ছিল?
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(গ) "কি নটবর গৌর কিশোর।” (শূন্যস্থান পূর্ণ করো)
(ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর কার রাজসভার সভাকবি ছিলেন?
(ঙ) 'দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি।" বক্তা কে?
(চ) 'ছাড়পত্র', 'ঘুম নেই', 'মিঠেকড়া' কাব্যগ্রন্থগুলির কবি কে?
(ছ) বৈষ্ণব পদসাহিত্য রচনাকারদের মধ্যে কাকে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলা হয়?
(জ) 'কাবুলিওয়ালা' গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল?
(ঝ) গুরুচরণ কার ছাত্র ছিলেন?
(ঞ) 'চর্যাপদ'-এর আবিষ্কারক কে?
(ট) কাশীরাম দাসের জন্মস্থান কোথায়?
(ঠ) নন্দাদেবী কার অপর নাম?
২। সংক্ষিপ্ত উত্তর দাও:
(ক) এপিক কাকে বলে? 'রামায়ণ' কি যথার্থ এপিকধর্মী কাব্য?
(খ) “এই শৃঙ্গে উঠিলেই তোমার অভীষ্ট সিদ্ধ হইবে।" কে বলেছিল? অভীষ্টটি কী?
(গ) "বাই জোভ! লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম।" বক্তা কে? লোকটিই-বা কে?
(ঘ) কে, কাকে 'বোতামবিহীন ছেঁড়া শার্ট' আর 'ফুসফুস-ভরা হাসি' দিয়েছেন?
(ঙ) রূপকথার রচয়িতার কোনো নামকরণ হয়নি কেন?
(চ) আরাকান রাজসভার দুজন কবির নামোল্লেখ করো।
(ছ) 'মঙ্গলকাব্য'-এর 'মঙ্গল' শব্দের অর্থ কী?
(জ) সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কোনো দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
(ঝ) "দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!” কে, কাকে বলেছে?
(ঞ) 'মৈথিল কোকিল' কে? তিনি কোন্ রাজসভার সভাকবি ছিলেন?
(ট) যে কোনো দুজন শাক্ত গীতিকারের নামোল্লেখ করো।
(ঠ) টাকা লেখো: সরযূ
৩। (ক) সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো:
"আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে—
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।"
অথবা
"নীরদ-নয়ন- নীর-ঘন-সিঞ্চনে
পুলক-মুকুল-অবলম্ব।
স্বেদ-মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব-কদম্ব॥”
(খ) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:
'সনেট' কবিতাটির প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের কোনো মিল আছে কি? আলোচনা করো।
অথবা
'ভাগীরথীর উৎস সন্ধানে' রচনাটিতে আচার্য জগদীশচন্দ্র বসুর সৌন্দর্যপ্রীতির যে পরিচয় পাওয়া যায় তা তোমার নিজের ভাষায় ব্যক্ত করো।
৪। (ক) সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো:
"জিজ্ঞাসা করিলাম, 'কোথা হইতে আসিয়াছ নদী?' নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, 'মহাদেবের জটা হইতে'।"
অথবা
"আমরা বিদেশী, আমরা নিশ্চয় বলিতে পারি না গ্রীস ও রোম তাহার সমস্ত প্রকৃতিকে তাহার দুই কাব্যে প্রকাশ করিতে পারিয়াছে কি না, কিন্তু ইহা নিশ্চয় যে ভারতবর্ষ রামায়ণ-মহাভারতে আপনাকে আর কিছুই বাকি রাখে নাই।"
(খ) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:
বরদাসুন্দরীর চরিত্র চিত্রণ করো।
অথবা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'রাজধর্ম' পাঠটির নামকরণের সার্থকতা আলোচনা করো।
৫। সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো:
(ক) "রামায়ণের প্রধান বিশেষত্ব এই যে, তাহা ঘরের কথাকেই অত্যন্ত বৃহৎ করিয়া দেখাইয়াছে।"
অথবা
(খ) "রূপকথার বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের প্রধান অভিযোগ-ইহার অলীকতা ও অবাস্তবতা।"
৬। (ক) 'গৌরাঙ্গ-বিষয়ক পদ' কবিতাটি অনুসরণে শ্রীগৌরাঙ্গের রূপমূর্তির একটি ভাষাচিত্র অঙ্কন করো।
অথবা
(খ) 'দুই বিঘা জমি' কবিতার বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত করে এর নামকরণের সার্থকতা বিচার করো।
৭। (ক) 'রামায়ণ' প্রবন্ধে রবীন্দ্রনাথের মূল বক্তব্যের সারসংক্ষেপ করো।
অথবা
(খ) রূপকথায় আমাদের বঙ্গদেশের যে সামাজিক ও পারিবারিক ছবি পাওয়া যায় তার পরিচয় দাও।
৮। (ক) 'সুদূরের আহ্বান' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? এই আহ্বানে কবি কীভাবে সাড়া দিতে চেয়েছেন?
অথবা
(খ) 'উত্তরাধিকার' কবিতায় কবি কাকে, কেন এবং কীসের উত্তরাধিকারী করতে চেয়েছেন, কবিতাটি অনুসরণে বিস্তারিতভাবে আলোচনা করো।
৯। (ক) বাংলা সাহিত্যে 'চর্যাগীতি'র ঐতিহাসিক ও সাহিত্যিক মূল্য নির্ধারণ করো।
অথবা
(খ) 'মনসামঙ্গল' কাব্যের কাহিনিটি সংক্ষেপে বিবৃত করো। এই ধারার যে কোনো একজন কবির কৃতিত্ব আলোচনা করো।
১০। টীকা লেখো (যে কোনো তিনটি):
চণ্ডীদাস; 'ভাগবত'; 'গোবিন্দদাসের কড়চা'; মালাধর বসু; ফকির লালন শাহ; ভারতচন্দ্র; রূপরাম চক্রবর্তী।
-0000-
Must Explore: AHSEC Class 11 All Subject PYQ's and Solved Papers
- AHSEC Class 11 Advance Bengali Question Paper 2021
- AHSEC Class 11 Advance Bengali Question Paper 2022
- AHSEC Class 11 Advance Bengali Question Paper 2023
- AHSEC Class 11 Advance Bengali Question Paper 2024