AHSEC Class 12 Bengali (MIL) Question Paper 2022 | HS 2nd Year Bengali (MIL) Question Paper 2022

AHSEC Class 12 Bengali (mil) Question Paper 2022 which help you in your preparation. To read this question paper Simply scroll down. AHSEC HS 2nd Ye

If you're a Class 12 student in the Assam Higher Secondary Education Council (AHSEC), you're probably familiar with the importance of question papers of Bengali (MIL) . Education question papers provide an excellent opportunity to practice for exams, as they help you understand the format and types of questions that you're likely to encounter.

In this article, we have Shared AHSEC Class 12 Bengali (mil) Question Paper 2022 which help you in your preparation. To read this question paper Simply scroll down. 

AHSEC HS 2nd Year Bengali (MIL) Question Paper 2022

Assam উচ্চ মাধ্যমিক শিক্ষা (AHSEC), গুয়াহাটি প্রতি বছর উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষা পরিচালনা করে।  এই পরীক্ষার প্রস্তুতির জন্য এইচএস ২য় বর্ষের বাংলা পূর্ববর্তী প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ।  বিগত বছরের প্রশ্নপত্রের প্যাটার্ন জানতে শিক্ষার্থীদের জন্য নমুনা পেপার প্যাটার্ন খুবই সহায়ক।
AHSEC Class 12 Bengali (MIL) Question Paper 2022 | HS 2nd Year Bengali (MIL) Question Paper 2022

যে শিক্ষার্থীরা বাংলা বিগত বছরের প্রশ্নপত্র খুঁজছেন তাদের প্রস্তুতির জন্য এই প্রশ্নপত্রগুলি ডাউনলোড করতে হবে।  এই প্রশ্নপত্রগুলি আপনাকে এইচএস ২য় বর্ষের বাংলা পরীক্ষায় আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

AHSEC HS 2nd বর্ষের বাংলা সমাধান করা প্রশ্নপত্র 2022 যা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করে।  এছাড়াও শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে AHSEC HS 2ND বর্ষের বাংলা সিলেবাস, মার্কিং স্কিম এবং বই ডাউনলোড করতে পারে।

AHSEC Class 12 Bengali (MIL) Question Paper 2022 Assam Board


2022

BENGALI

(MODERN INDIAN LANGUAGE)

(NEW COURSE)

Full Marks: 100

Pass Marks: 30

Time: Three hours

The figures in the margin indicate full marks for the questions.


GROUP-A

(For New Course)


১। অর্থ লেখো: ১+১=২


(ক) ভামিনী অথবা মধুকর


(খ) পোড়ো বাড়ি অথবা গেঁড়ি


২। অতি সংক্ষিপ্ত উত্তর দাও: ১x১০=১০


(ক) 'যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল' 'কুলীন জাতি' বলতে কী বোঝো?


(খ) 'মাতৃহৃদয়' কবিতাটিতে কাকে মা সম্বোধন করা হয়েছে?


(গ) 'কুলি-মজুর' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?


(ঘ) কোন সালে শঙ্খ ঘোষের দেহাবসান ঘটে?


(ঙ) 'ঠান্দিদি' বলতে কী বোঝো?


(চ) ভাওনা কী?


(ছ) নন্দীপুর ইস্কুলের মাস্টারের নাম কী?


(জ) "সেদিন এমনি একটি অপ্রত্যাশিত_______ জুটিল!" 

(শূন্যস্থান পূর্ণ করো)


(ঝ) কত সালে ভারত সরকার জাতীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ চুরাশি প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছে?


(π√) ________হল শিশুবিকাশের তৃতীয় স্তর।"

(শূন্যস্থান পূর্ণ করো)


৩। সংক্ষেপে লেখো: ২+২=৪


(ক) "আমার মতো অর্বাচীনও এই সভার সভ্য ছিল।" - এখানে কার কথা বলা হয়েছে? 'অর্বাচীন' শব্দের অর্থ কী?


(খ) “রন্ন হল মা নক্কী" কার উক্তি? 'রন্ন' ও 'নক্কী' বলতে কী বোঝো?


৪। টীকা লেখো: ৩+৩=৬


(ক) দধীচি অথবা অচিন্ত্যকুমার সেনগুপ্ত


(খ) হিন্দুমেলা অথবা মহাশ্বেতা দেবী


৫। যে কোনও চারটি প্রশ্নের উত্তর দাও: ৩x৪=১২


(ক) বরযাত্রায় মৌমাছিরা কীসের বায়না নিয়েছিল? কেন তারা সে কাজ করতে পারেনি?


(খ) শিবসাগরকে 'মাছধরা জায়গা' বলা হত কেন?


(গ) জাহাজ কীভাবে জল কেটে অগ্রসর হয়?


(ঘ) হীরুদত্ত গ্রামের লোকদের কাছে কী প্রতিজ্ঞা করেছিলেন? এবং সেই প্রতিজ্ঞানুসারে তিনি কী করেছিলেন?


(ঙ) "হাতীর বাচ্চাটি দেখতে চমৎকার" হাতির বাচ্চাটির বর্ণনা দাও।


৬। যে কোনও তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x৩=৯


(ক) "কোন গুণ নাহি তার কপালে আগুন" প্রকৃত অর্থ কী? কে কার সম্পর্কে এ কথা বলেছেন? মন্তব্যটির


(খ) “শিখাও আমায়


সে পুণ্য রহস্যমন্ত্র - মার মহিমায়।।" নিহিতার্থ ব্যাখ্যা করো।


(গ) 'পূর্ব-পশ্চিম' কবিতাটিতে উল্লিখিত যে কোনো চারটি লোকসংগীতের নাম লেখো।


(ঘ) খরার ফলে কী হয়েছে?


৭। উত্তর দাও: ৪×২=৮


ক-অংশ ও খ-তাংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাওঃ ৫+৫=১০


(ক) পাঠে উল্লিখিত যে কোনো দুটি মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত লেখো।


অথবা


মূল্যবোধ শিক্ষা কি তোমার আবশ্যক বলে মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।


(খ) জীবনের কোন সময়কে কৈশোরকাল বলা হয়? এই বয়সের সময়সীমা উল্লেখ করে বৈশিষ্ট্যগুলি লেখো।


অথবা


"আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ ও নিজস্বতার সংঘাত" কৈশোরকালের অন্যতম বৈশিষ্ট্য আলোচনা করো।


৮। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো: ৪+৫=৯


(ক) সেঁউতীতে পদ দেবী রাখিতে রাখিতে। সেউতী হইল সোনা দেখিতে দেখিতে।। সোনার সেউতী দেখি পাটুনীর ভয়। এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়।।


অথবা


আমার দেবতার থানে তুমি বটের ঝুরিতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগার চেরাগ জ্বালি।


(খ) “অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে, ফোর্ট উইলিয়ামের একটি ইষ্টকও খসে নাই এবং সেই পূর্ব্বস্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি।"


অথবা


"উচ্ছব বলে চলেছিল ভগমান! ভগমান! ভগমান! কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমোন বোধ করি। ভগমান! ভগমান!"


৯। ক-অংশ ও খ-অংশ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাওঃ ৫+৫=১০


(ক) 'অভিসারের পূর্ব-প্রস্তুতি' পদটির সারমর্ম নিজের ভাষায় পরিস্ফুট করো।


অথবা


'বঙ্গভাষা' কবিতায় কবির আত্ম-অনুশোচনার কারণ নির্দেশ করো।


(খ) "যাঁহারা ভীরু তাঁহারাই বহু ব্যর্থ সাধনা ও মৃত্যুভয়ে পরাম্মুখ হইয়া থাকেন। বীরপুরুষেরাই নির্ভীক চিত্তে মৃত্যুভয়ের অতীত হইতে সমর্থ হন।"- লেখকের এ মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো।


অথবা


"নিয়তি অমোঘ, তার কাছে মানুষ অসহায়"- 'দিবসের শেষে' গল্প অবলম্বনে বাক্যটির সত্যতা নিরূপণ করো।


১০। নির্দেশ অনুসারে উত্তর দাও: 


(ক) নিচের যে কোনও চারটি প্রবাদ-প্রবচনের অর্থ লেখো: ১×৪=৪

অধিকন্তু ন দোষায়, ছোড়া তীর ফিরে না, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়, বজ্র আঁটুনি ফস্কা গেরো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর।


(খ) নিচের যে কোনও চারটি বাগবিধির অর্থ ও বাক্যরচনা করো: ২×৪-৮

আলালের ঘরের দুলাল, তাসের ঘর, ধর্মের কল, ভানুমতীর খেলা, রায়বাঘিনী, হযবরল।


(গ) নিচের যে কোনও তিনটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: ৩×২=৬

 অঙ্কশাস্ত্র, অবিশ্বাস, জমিজমা, নবরত্ন, নীলকণ্ঠ।


(ঘ) নিচের যে কোনও দুটি শব্দের দুটি করে প্রতিশব্দ লেখো: ১+১=২

 অতল, কান্না, মেঘ, সাগর।


১১। যে কোনও একটি বিষয়ে রচনা লেখো: ১০


(ক) অসমের পর্যটন শিল্প: বর্তমান অবস্থা ও সম্ভাবনা


(খ) তোমার প্রিয় গ্রন্থ


(গ) প্রযুক্তিবিদ্যা ও আধুনিক জীবন


(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু।



-0000-

Also Read : AHSEC Class 12 Bengali (MIL) Question Answer - 2024 


Post a Comment

Study Materials

Cookie Consent
Dear Students, We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.