If you're a Class 12 student in the Assam Higher Secondary Education Council (AHSEC), you're probably familiar with the importance of question papers of Bengali (MIL) . Education question papers provide an excellent opportunity to practice for exams, as they help you understand the format and types of questions that you're likely to encounter.
AHSEC Class 12 Bengali (MIL) Question Paper 2019 Assam Board
2019
BENGALI
(MODERN INDIAN LANGUAGE)
(NEW COURSE)
Full Marks: 100
Pass Marks: 30
Time: Three hours
The figures in the margin indicate full marks for the questions.
GROUP-A
(For New Course)
১। অর্থ লেখো:
(ক) কণ্টক অথবা অকস্মাৎ
(খ) অর্বাচীন অথবা জীবিকা
২। অতি সংক্ষিপ্ত উত্তর দাও: ১×৯=৯
(ক) গোবিন্দদাসকে কী উপাধি দেওয়া হয়েছিল?
(খ) 'অন্নদার আত্মপরিচয়' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
(গ) 'বঙ্গভাষা' কবিতাটির কবির নাম কী?
(ঘ) 'ফুলের বিবাহ' শীর্ষক পাঠটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ঙ) আমাদের বাড়ির সাহায্যে_______বলিয়া একটি মেলা সৃষ্ট হইয়াছিল। (শূন্যস্থান পূর্ণ করো)
(চ) 'মোর জীবন সোঁঅরণ' গ্রন্থটির অনুবাদক কে?
(ছ) 'দিবসের শেষে' ছোটগল্পটির লেখক কে?
(জ) কৈশোরকাল শিশুবিকাশের কোন স্তর?
(ঝ) কত সালে জাতীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ চুরাশি প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছে?
৩। সংক্ষেপে লেখো: 2½+2½ = 5
(ক) শিবসাগরকে 'মাছধরা জায়গা' বলা হত কেন?
(খ) 'হাতীর বাচ্চাটি দেখতে চমৎকার' 'হাতীর বাচ্চাটি 'র বর্ণনা দাও।
৪। টীকা লেখো: ৩+৩=৬
(ক) পাটনি অথবা বাউল
(খ) দিসাং নদী অথবা জ্যোতিদাদা
৫ | যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ৩×৪=১২
(ক) হীরু দত্ত গ্রামের লোকদের কাছে কী প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞানুসারে তিনি কী করেছিলেন?
(খ) শিবসাগরকে শেষ পর্যন্ত লেখকের পছন্দ হয়েছিল কেন?
(গ) কার উদ্যোগে রবীন্দ্রনাথদের সভা গঠিত হয়েছিল? এটি কিসের সভা? এই সভার সভাপতি কে ছিলেন?
(ঘ) 'ফুলের বিবাহ' গদ্যাংশটির লেখক কে? ফুলের বিবাহ কোন মাসের কত তারিখে সম্পন্ন হয়েছিল?
(ঙ) “ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে।" – উক্তিটি কোন পাঠ থেকে নেওয়া হয়েছে? বক্তা কে? ছেলের মুখে হাসি ফোটবার কারণ কী?
৬। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩×৩=৯
(ক) গোবিন্দদাস কোথায় জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর পিতা ও পিতামহের নাম লেখো।
(খ) "অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ। কোন গুণ নাহি তাঁর কপালে আগুন।।"
পঙ্ক্তি দুটিতে দ্ব্যর্থবোধক ভাষায় যে কথা বলা হযেছে তা স্পষ্ট করো।
(গ) রাজাধিরাজ রথ থেকে পথের দুধারে কী ছড়িয়ে দেবেন এবং তা নিয়ে ভিখারি কী করবেন বলে ভেবেছিলেন?
(ঘ) 'কুলিমজুর' কবিতায় পাহাড় ভাঙার জন্য কোন কোন হাতিয়ার ব্যবহারের কথা বলা হয়েছে?
৭। উত্তর দাও: ৪×২=৮
(ক) কৈশোরকালের যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা
"আত্মনির্ভরশীলতা, আত্মসম্মান বোধ ও নিজস্বতার সংঘাত” কৈশোরকালের অন্যতম বৈশিষ্ট্য আলোচনা করো।
(খ) মূল্যবোধ শিক্ষা কি তোমার আবশ্যক বলে মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অথবা
যে কোনো দুটি মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
৮। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো: ৪+৫=৯
(ক) 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'।
অথবা
'একের অসম্মান
নিখিল মানব জাতির লজ্জা—
সকলের অপমান!'
-0000-
Also Read : AHSEC Class 12 Bengali (MIL) Question Answer - 2024